শাদি মে জরুর আনা (২০১৭)
প্রেমের গল্প, প্রতিশোধের গল্প। সাত্তু এবং আরতির দেখা হয় বিয়ের কথাবার্তার সূত্রে। অ্যারেঞ্জ ম্যারেজ করতে গিয়ে দুজনেই দুজনের প্রেমে পড়ে যান। সাত্তুর সরকারি চাকরি। আরামসে দুজনের জীবন কেটে যাবে। দুজন যখন সুখস্বপ্নে বিভোর, তখন আরতিও পাশ করে যায় সরকারি চাকরির পরীক্ষায়। কিন্তু সাত্তুর মা চায় না ঘরের বউ চাকরি করুক। আরতি চাকরি করতে চায়। এই দোলাচলে বিয়ের আসর থেকে পালায় আরতি। সাত্তুর হৃদয় ভেঙে যায়। সে ভাবে ছোট চাকরির জন্য আরতি তাকে ফেলে চলে গেছে। সে প্রতিশোধ নিতে চায়। একদিন সাত্তু বড় অফিসার হয়। আর তখন তার কাছে একটা দুর্নীতির তদন্তের ভার পড়ে। আর অভিযুক্ত ব্যক্তিটি আরতি। কি করবে সাত্তু এখন? প্রতিশোধ নেবে নাকি আরতির পাশে দাড়াবে?
সাত্তু চরিত্রে রাজকুমার রাও সাবলীল অভিনয় করেছেন। আরতি চরিত্রে কৃতি খারবান্দাকে দারুণ সুন্দর দেখা গেছে ছবিতে। সব মিলিয়ে ভালো গল্পের ভালো ছবি।