সিতা রামাম (২০২২)
গত ৫ আগস্ট মুক্তি পেয়েছে ছবিটি। সোশ্যাল মিডিয়ার কল্যাণে এখন বেশ আলোচিত ছবিটি। অনেকেই বলছেন এরকম মন ছুঁয়ে যাওয়া প্রেমের ছবি অনেকদিন পরে দেখেছেন তারা। তবে দেখতে গিয়ে আমাদের মনে হলো যতটা ভালো নেটিজেনরা বলছেন ততোটাও ভালো না তবে অ্যাভারেজ ছবির চেয়ে আলাদা।
দুলকার সালমান, ম্রুনাল ঠাকুর, রাশ্মিকা মান্দানা অভিনীত ছবিটি তৈরিতে খরচ হয়েছে ৩০ কোটি রুপি। বলিউডের তুলনায় এটা তেমন বিগ বাজেট ছবি নয় তবে বলিউডের অনেক বিগ বাজেট ছবির চেয়ে ওয়েল মেইড। একটা সুন্দর কাহিনী আছে, অভিনেতারা ঠিকঠাক অভিনয় করেছেন।
যেহেতু এটি একটি পিরিয়ড ফিল্ম তাই ছবির কস্টিউম এবং সেটে বেশ খরচ করতে হয়েছে। তার উপর নায়িকা ম্রুনাল অভিনয় করেছেন এক রাজকুমারীর ভূমিকায়। সেট, আর্ট এবং ভিএফএক্স এর কাজ চোখ ধাঁধানো, খুব গোছানো। গল্পটা ভালো তবে শুরুর দিকে চিত্রনাট্য কিছুটা ধীরগতির। এতে অনেক দর্শকের ধৈর্যচ্যুতি ঘটতে পারে।
আড়াই ঘণ্টার ছবি, প্রথম দেড় ঘণ্টা পার করতে বেশ কষ্টই হয়, তবে এরপর চিত্রনাট্য গতি খুঁজে পায়। ছুটির দিনে আরাম করে দেখার ছবি।