সেক্টর থার্টি সিক্স (২০২৪)
টুয়েলভথ ফেইলের পর এরকম একটা ক্যারেক্টার করা ভিক্রান্ত মেসির জন্য মাস্টারস্ট্রোক বলতে হবে।
প্রেম সিং ক্যারেক্টারটার মাধ্যমে নিজেকেই ছাড়িয়ে গেছেন তিনি।
দীপক দোব্রিয়াল অনেকদিন পর জোরদারভাবে ফিরলেন।
ইন্টারোগেশন সিনে ভিক্রান্ত মেসির অভিনয় সবকিছুকে ছাড়িয়ে গেছে।
ডিরেকশন, লাইট, সিনেমাটোগ্রাফি, মিউজিক, অভিনয় সব মিলিয়ে দুর্দান্ত এক সিনেমাটিক এক্সপেরিয়েন্স।