স্ক্যাম ২০০৩: দ্য তেলগি স্টোরি (২০২৩)

বাস্তবের কাহিনী দারুণ জমজমাট এবং অবিশ্বাস্যও বটে। তবে পর্দায় সেই উত্তেজনার কমতি রয়েছে। নির্মাণে যথেষ্ট যত্ন ছিল না। স্ক্রিপ্টটা জমজমাট হয়নি। তাই ১০ পর্বের লম্বা সিরিজ মাঝে মাঝে একদমই আকর্ষণহীন হয়ে পড়েছিল। ১০ পর্ব লম্বা না করে এটাকে আরও ছোট করা যেত। ছয় বা আট পর্বের হলে কমপ্যাক্ট একটা সিরিজ হতো।

প্রোডাকশন ডিজাইন, অভিনয় সব জায়গাতেই সিরিজটা একটা লো-বাজেট ফিল দেয়। লো-বাজেটেও স্মার্ট মেকিং হলে তাক লাগানো সম্ভব। সেই জায়গাতে ঘাটতি ছিল। এটা ওটিটির জন্যও হতে পারে। সনি লিভ না করে এটা নেটফ্লিক্স প্রোডিউস করলে হয়তো অন্যরকম একটা ব্যাপার হতো।

বাস্তবের আব্দুল করিম তেলগি

সিরিজের একটাই ভালো দিক, যার জন্য সিরিজটা দেখা যায় সেটা হচ্ছে মূল চরিত্র আব্দুল করিম তেলগির ভূমিকায় অভিনেতা গগন দেব রিয়ারের অভিনয়। একদম একাই টেনে নিয়ে গেছেন তিনি সিরিজটা। নিজের চরিত্রে তিনি দারুণ কনসিসটেন্ট ছিলেন। এক চুলও এদিক সেদিক হয়নি তার অভিনয়ে। দুর্দান্ত একজন অভিনেতা। এই অভিনেতার আরও কাজ দেখার জন্য উদগ্রীব হয়ে থাকলাম।  

কাহিনীটা সংক্ষেপে একটু বলে নেই, আব্দুল করিম তেলগি স্ট্যাম্প পেপার ছাপিয়ে ৩০ হাজার কোটি রুপি হাতিয়ে নিয়েছিলেন। অথচ এই স্ট্যাম্প পেপার ছাপানোর অনুমতি রয়েছে শুধুমাত্র সরকারি ছাপাখানার। হাই সিকিউরিটি প্রেসে ছাপানোর পর তা কঠোর নিরাপত্তার মাধ্যমে ভারতের বিভিন্ন শহরে পাঠানো হতো। মজার ব্যাপার হচ্ছে, সরকারি ছাপাখানারটা যেমন আসল স্ট্যাম্প পেপার তেমনই তেলগির ছাপানো স্ট্যাম্প পেপারও ছিল আসল। কীভাবে সেটা সম্ভব? এই অসম্ভবকে সম্ভব করেছিলেন তেলগি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *