স্পেশাল ছাব্বিশ (২০১৩)
স্পেশাল ছাব্বিশ ছবিটি নির্মিত হয়েছে সত্য ঘটনার ছায়া অবলম্বনে। ১৯৮৭ সালে ভারতে ভুয়া সিবিআই সেজে রেইডের নামে স্বর্ণের দোকান লুট করেছিল একটি চক্র। আর এই কাজের জন্য সিবিআই এর নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় ছাপিয়ে ইন্টারভিউ এর মাধ্যমে লোকও নেয় তারা। কিন্তু কোনভাবেই এই চক্রের কাউকে সনাক্ত করা যায়নি। এমনই ক্লুলেস জালিয়াতি ছিল সেটা। ভারতে এই জালিয়াতি পরিচিত ‘১৯৮৭ অপেরা হাউজ ডাকাতি’ নামে।
অক্ষয় কুমার এই ছবিতে জালিয়াত চক্রের মূল হোতার ভূমিকায় অভিনয় করেছেন। মনোজ বাজপেয়ী অভিনয় করেছেন সিবিআই অফিসারের ভূমিকায়। এছাড়াও অভিনয় করেছেন অনুপম খের ও জিমি শেরগিল।
‘স্পেশাল ছাব্বিশ’ মুক্তি পায় ২০১৩ সালে। ছবিটির বাজেট ছিল ৪২ কোটি রুপি। ছবিটি আয় করে ১০৩ কোটি রুপি।
এই ছবির পরিচালক নিরাজ পান্ডে বেশ কিছু আলোচিত ও প্রশংসিত ছবির সাথে নানাভাবে জড়িত। ২০০৮ সালে মুক্তি পায় তার রচনা ও পরিচালনায় প্রথম ছবি ‘আ ওয়েডনেসডে’। বোমা হামলা ও জঙ্গিবাদ বিরোধী বক্তব্য ছিল সেই ছবিতে। দারুণ অভিনয় করেছিলেন নাসিরুদ্দীন শাহ ও অনুপম খের।
২০১৫ সালের ‘বেবি’ ছবির স্ক্রিপ্ট ও ডিরেকশনও তার। ‘এমএস ধোনি: আনটোল্ড স্টোরি’ ছবির স্ত্রিপ্ট রাইটার ও ডিরেক্টর। ‘রুস্তম’ ও ‘টয়লেট: এক প্রেম কথা’ ছবির প্রোডিউসার।