১২.১২: দ্য ডে (২০২৩)
সিনেমা নয় এটা একটা এক্সপেরিয়েন্স। সামরিক অভ্যূত্থান নিয়ে এরকম থ্রিলিং, সাহসী এবং বাস্তবসম্মত ছবি নির্মিত হয়েছে খুব কমই। ছবির শুরুটা কিছুটা ধীরগতির। তবে প্রেক্ষাপট বোঝা যায় তাতে।
দক্ষিন কোরিয়ায় ঘটে যাওয়া সেনাবাহিনীর অভ্যূত্থানের সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি।
অভ্যুত্থান শুরুর পর থেকে একদম শেষ পর্যন্ত একদম টানটান উত্তেজনার। ক্ষণে ক্ষণে পরিস্থিতি বদলে যাচ্ছে। মিলিটারির মধ্যে গ্রুপিং, নেগোসিয়েশন,পলিটিশিয়ানদের ভূমিকা, অ্যাকশন-ইমোশন কি নেই তাতে!
সব কিছু মিলিয়ে এমন একটা অবস্থা দর্শকদের মনে হবে যেন তারাও এই অভ্যূত্থানের প্রত্যক্ষদর্শী, যেন তাদের সামনেই সব ঘটছে।
অভিনয়, কস্টিউম, আর্ট, মিউজিক, এডিটিং সব টপ ক্লাস। বিশেষ করে বলতে হয় এডিটিং আর সাউন্ডের কথা। এই দুই গুনেই ছবিটা রিয়েলিস্টিক হয়ে উঠেছে।