ব্ল্যাক ওয়ারেন্ট (২০২৫)
বছরের শুরুটা ধামাকা দিয়ে শুরু করলো নেটফ্লিক্স।
বিক্রমাদিত্য মোটওয়ানে এবং সত্যাংশু সিং পরিচালিত ব্ল্যাক ওয়ারেন্ট নির্মিত হয়েছে সুনীল গুপ্ত এবং সুনেত্রা চৌধুরীর লেখা ২০১৯ সালের বই ‘ব্ল্যাক ওয়ারেন্ট: কনফেশন্স অব আ তিহার জেলার’ অবলম্বনে।
সেকরেড গেমস, জুবিলী এর পরে বিক্রমাদিত্য মোটওয়ানে আবারও মুগ্ধ করলেন এই সিরিজের মাধ্যমে।
সাত পর্বের সিরিজে জেলার সুনীলের ভূমিকায় অভিনয় করেছেন জাহান কাপুর। ডিএসপি রাজেশ তোমার এর চরিত্রে রাহুল ভাট অনবদ্য অভিনয় করেছেন।
শিভরাজ সিং মঙ্গাত এর চরিত্রে পরমভির সিং, ভিপিন দাহিয়ার চরিত্রে অনুরাগ ঠাকুর, চার্লস শোভরাজ এর চরিত্রে সিদ্ধান্ত গুপ্তা প্রত্যেকে মুগ্ধ করেছেন। এছাড়া সিরিজে অভিনয় করা সবাই যার যার চরিত্রে যথাযথ ছিলেন।
সিনেমাটোগ্রাফি, কস্টিউম, মিউজিক ডিপার্টমেন্ট চমৎকার কাজ করেছে। বিশেষ করে ফাঁসির দৃশ্যগুলো অত্যন্ত সংবেদনশীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
এরকম ফিল্ম ক্র্যাফটসম্যানশীপের জন্য বিক্রমাদিত্য মোটওয়ানেকে স্যালুট।