গোলাম: নির্মম সত্যের মুখোমুখি

মুভি: গোলাম (২০২৪)

প্ল্যাটফর্ম: অ্যামাজন প্রাইম ভিডিও  

ভাষা: মালায়লাম

সাধারণ থ্রিলার মুভিতে বেশ কয়েকটা রহস্যজনক খুন, তারপর ইনভেস্টিগেশনের মারপ্যাঁচ, চোর পুলিশের শ্বাসরুদ্ধকর ছোটাছুটি এসবই থাকে। ‘গোলাম’ সেই জনরা থেকে বেড়িয়ে ভিন্ন এক দিক থেকে গল্প উপস্থাপন করেছে। যেখানে অপরাধ এবং অপরাধীর ব্যাক স্টোরিতে ফোকাস করা হয়েছে।

প্লট:

ভি-টেক ইন্টারন্যাশনাল একটি ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান। অন্য আর দশটা প্রতিষ্ঠানে সকালে যেভাবে কর্মীরা আসে ঠিক সেভাবেই গল্পটার শুরু। কেউ বাসে আসছে নাস্তা করতে করতে, কেউ সাইকেল চালিয়ে শেষ মুহুর্তে কেউ অন্য সহকর্মীকে রাস্তায় পেয়ে লিফট দিয়ে। একটু ঢিলেঢালাভাবে শুরু হওয়া দিন।

এডমিনের কলে সবাই কনশাস হয়ে যায়, কারণ বস চলে এসেছে। বস চলে আসায় যার যার কাজে মন দেয়।

বস এসে মিটিং কল করে। নতুন একজন ডিজাইনার এসেছে। মিটিং এর আগে রাজীব যায় বসকে খুঁজতে। অন্য কর্মীরা জানায় বস ওয়াশরুমে। রাজীব দেখে ওয়াশরুম লক। বারবার ডেকেও যখন কোন সাড়া পাওয়া যায় না তখন চাবি দিয়ে ওয়াশরুম খোলা হয়। সবাই দেখে বসের মাথা ফেটে রক্তে ভেসে যাচ্ছে ফ্লোর।

পুলিশ তদন্তে নেমে আবিষ্কার করে মৃতের গায়ে কোন আঘাতের চিহ্ন নেই, ধ্বস্তাধস্তির চিহ্ন নেই। তাহলে কি পা পিছলে দুর্ঘটনা নাকি গোপন কোন সত্য লুকিয়ে আছে মৃত্যুর পেছনে?

তরুণ অফিসারের অনুসন্ধানে প্রকাশ্যে আসে হাড়হিম করা তথ্য।

এসপি চরিত্রে রঞ্জিব সাজীব দুর্দান্ত অভিনয় করেছেন। লুক, এক্সপ্রেশন পুলিশের চরিত্রে যথাযথ ছিলো। বসের চরিত্রে মালায়লাম সিনেমার চেনা মুখ দিলেশ পোথান অভিনয় করেছেন। সাদা চোখে, সদালাপী মানুষের মধ্যেও যে ভয়ংকর শেড থাকতে পারে তা দারুণভাবে পোট্রে করেছেন।

মুভিতে প্রতিটি চরিত্রের প্রতি ফোকাস দেওয়া হয়েছে। তাদের একটা গল্প তুলে ধরা হয়েছে। মুভির শেষে যে  দুর্দান্ত টুইস্টের ইঙ্গিত দিয়ে সম্পাপ্তি টানা হয়েছে তাতে দর্শকরা আরও একটা পর্বের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করবে, নিশ্চিত করে বলা যায়।

রেদওয়ানুল হোসেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *