অনুরাগ কাশ্যপ: ফিফটি নট আউট!

অনুরাগ কাশ্যপ থিয়েটার করতেন। ফেস্টিভ্যালে দেখা ‘দ্য বাইসাইকেল থিফ’ তাঁকে মারাত্মকভাবে প্রভাবিত করে। ছবি বানাবেন বলে চলে আসেন মুম্বাই। প্রথমে রাইটার হিসেবে কাজ করা শুরু করেন। ‘সত্য’, ‘নায়ক’ ছবিগুলোর চিত্রনাট্য, সংলাপ লেখেন কো-রাইটার হিসেবে।

অনুরাগের প্রথম ফিচার ফিল্ম ‘পাঁচ’ আজ পর্যন্ত মুক্তি পায়নি, সেন্সর বোর্ড ছবিটি আটকে দেয়। ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘গুলাল’, ‘ডেভ ডি’, ‘নো স্মোকিং’….একের পর এক কাজ করেছেন, বলিউডের মশলাদার কমার্শিয়াল ফরম্যাটে ছবি বানাননি। নিজে যেভাবে চান, সেভাবেই বানিয়েছেন।

হ্যাঁ, সময় লেগেছে, কিন্তু নিজের রাস্তা তৈরি করে নিয়েছেন। ‘ডেভ ডি’ তাঁকে বলিউডে কিছুটা পরিচিতি এনে দেয়।

অনুরাগ শুধু নিজের কথাই ভাবেননি। যেসব নতুন ছেলেমেয়েরা ভিন্ন গল্প বলতে চায় তাদের ছবি প্রোডিউস করেছেন। শুধু ফান্ডের ব্যবস্থা করেছেন তা না, ছবির স্ক্রিপ্ট, শুটিং থেকে শুরু করে এডিটিংও করে দিয়েছেন।

‘কুইন’ ছবির শুটিংয়ের জন্য বিদেশে যাওয়ার পয়সা ছিল না। অনুরাগ, পরিচালক বিকাশ ব্যাহলকে বলেছিলেন, যেদিন টিকেট কাটা আছে, তোমরা সেদিনই বিমানে উঠবা। টাকার ব্যবস্থা আমি করতেছি।

অনুরাগ দেড় কোটি রুপি বাজেটে যেমন ‘দ্যাট গার্ল ইন ইয়েলো বুটস’ বানিয়েছেন তেমনি আবার ১০০ কোটি রুপি খরচ করে ‘বোম্বে ভেলভেট’ ও বানিয়েছেন। যেটা এখন পর্যন্ত তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বিগ বাজেট ফ্লপ। এই অনুরাগই ২৬ কোটি রুপি খরচে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ এর দুই পার্ট বানিয়েছেন।

ক্ষ্যাপাটে, পাগলাটে এক সিনেমাপ্রেমী। অনুরাগের মতে, ‘কাজ করতে হবে, আগাইতে হবে। বসে থাকলে কিছুই হবেনা, পয়সা নাই, শর্টফিল্ম বানাও, স্ক্রিপ্ট লেখো, আগাইতে থাকো। পয়সা নাই দেখে বসে থাকলে তো ফিল্ম হবে না’।

আজ অনুরাগ কাশ্যপের জন্মদিন। ৫০ পূর্ণ করলেন গুণী এই নির্মাতা। শুভ জন্মদিন অনুরাগ কাশ্যপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *