আত্মহত্যা করেছেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত
আজ ১৪ জুন, মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। মাত্র ৩৪ বছর বয়সেই চলে গেলেন তিনি। ‘কাই পো চে’ ছবির মাধ্যমে ২০১৩ সালে বলিউড যাত্রা শুরু হয় তাঁর।
সুশান্ত অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো, শুদ্ধ দেশি রোমান্স, পিকে, এম.এস. ধোনি: দ্যা আনটোল্ড স্টোরি, কেদারনাথ. ছিচোরে। অভিনেতা হিসেবে সুশান্তের যাত্রা শুরু হয়েছিলো টিভি সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে।
সবশেষ ২০১৯ সালে ‘ছিচোড়ে’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি। ছবিটি ১০০ কোটি রুপিরও বেশি আয় করেছিলো।
বেশ কিছুদিন আগে সুশান্তের সাবেক ম্যানেজার দিশা সালিয়ান আত্মহত্যা করেন। মুম্বাইয়ের মালার এলাকায় ১৪ তলা ভবন থেকে নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন তিনি।
এক সপ্তাহ আগে ইনস্টাগ্রামে মায়ের এবং নিজের সাদাকালো ছবি পোস্ট করেছিলেন সুশান্ত। সাথে লিখেছিলেন একটি কবিতা। প্রয়াত মায়ের কথা ভেবে প্রায়ই আক্ষেপ করতেন তিনি। মা তাঁর সাফল্য দেখে যেতে পারেননি ভেবে মন খারাপ করতেন। মা বেঁচে থাকলে এই সাফল্য অন্যভাবে উপভোগ করতে পারতেন, বলেও আক্ষেপ ছিলো তাঁর মনে।
সুত্র: টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস