ইতি টানলেন ইরফান
বলিউড অভিনেতা ইরফান খান মারা গেছেন। কোলন ইনফেকশনে আক্রান্ত হয়ে আজ মুম্বাইতে একটি হাসপাতালে ৫৩ বছর বয়সে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই গুণী অভিনেতা। ইরফানের মুখপাত্র তার মৃত্যুর বিষয়টি টাইমস অব ইন্ডিয়াকে নিশ্চিত করেছেন।
২০১৮ সাল থেকে ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করছিলেন ইরফান খান। লন্ডনে বেশ কিছুদিন চিকিৎসাধীন ছিলেন তিনি। গত শনিবার জয়পুরে ৯৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন ইরফানের মা সায়ীদা বেগম।
ইরফান খান অভিনীত সর্বশেষ চলচ্চিত্র ‘আংরেজি মিডিয়াম’ মুক্তি পায় গত ১২ মার্চ।
ইরফান অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে মকবুল (২০০৩), পিকু (২০১৫), দ্যা লাঞ্চবক্স (২০১৩), হিন্দি মিডিয়াম (২০১৭), পান সিং তোমার (২০১২), লাইফ অব পাই (২০১২)।
‘পান সিং তোমার’ ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পান এই অভিনেতা।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া