চলে গেলেন সুরকার আজাদ রহমান
অসংখ্য জনপ্রিয় গানের সুরকার, সঙ্গীত পরিচালক এবং শিল্পী আজাদ রহমান আজ (১৬ মে) ঢাকার এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর।
আজাদ রহমানের উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে, ‘জন্ম আমার ধন্য হলো মা গো’, ‘ভালোবাসার মূল্য কত’, ‘ও চোখে চোখ পড়েছে যখনই’, ‘মনেরও রঙে রাঙাব’, ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক আজাদ রহমানকে বাংলা সঙ্গীতে খেয়াল এর প্রবর্তক বলা হয়।
পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায় ১৯৪৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি। পরবর্তীতে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালে স্নাতক সম্পন্ন করেন গুণী এই সঙ্গীত পরিচালক।