নায়ক ফারুকের প্রস্থান
মারা গেছেন বাংলা সিনেমার সত্তরের দশকের জনপ্রিয় নায়ক ফারুক।
সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দীর্ঘদিন সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
স্বাধীনতার পর পর সত্তরের দশকে গ্রামীণ পটভূমিতে নির্মিত সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা লাভ করেন ফারুক। যাঁর আসল নাম আকবর হোসেন পাঠান দুলু।
তাঁর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে আবার তোরা মানুষ হ (১৯৭৩), লাঠিয়াল (১৯৭৫), সুজন সখী (১৯৭৫), নয়নমণি (১৯৭৬), সারেং বউ (১৯৭৮)।
সারেং বউ ছবিতে ফারুকের লিপে ওরে নীল দরিয়া গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়।
১৯৭১ সালে জলছবি চলচ্চিত্রের মাধ্যমে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।
ছাত্রজীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন তিনি। ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যূত্থান এবং একাত্তরের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন।
সর্বশেষ তিনি ঢাকা ১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।