নীরাজ পান্ডে: স্পাই ছবির মাস্টার
তাঁর প্রথম ছবি ছিল ”আ ওয়েডনেসডে’ মুক্তি পায় ২০০৮ সালে। জেলে বন্দী কয়েকজন জঙ্গীকে ছাড়িয়ে নিতে সারা শহরে বোমা পেতে পুলিশকে ফোনের মাধ্যমে জিম্মি করে এক অজ্ঞাত লোক। টানটান উত্তেজনার থ্রিলার ছবিটিতে পাল্লা দিয়ে অভিনয় করেছেন অনুপম খের এবং নাসিরুদ্দিন শাহ।
এরপর ২০১৩ সালে তৈরি করেন ‘স্পেশাল ছাব্বিশ’। এটা আরও দারুণ। এক কনম্যান এবং তার দলের নানা জালিয়াতির ঘটনা নিয়ে নির্মিত ছবিটিতে অভিনয় করেন অক্ষয় কুমার, অনুপম খেরসহ আরো অনেকে। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয় ছবিটি।
এই ছবিটি সহ অক্ষয় কুমারের সাথে পরপর তিনটি ছবি করেন ‘বেবি’ (২০১৫), ‘রুস্তম’ (২০১৬)। পরের ছবিটি আলোচিত এক বায়োপিক। বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির বায়োপিক ‘এমএস ধোনি’। এটি তাঁর ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত ছবি।
এরপর নির্মাণ করেন ‘আইয়ারি’। সাথে মনোজ বাজপেয়ী এবং সিদ্ধার্থ মালহোত্রা। এটি একটি স্পাই থ্রিলার। স্পাই গল্পে নীরাজ পান্ডের একটা আলাদা ঝোঁক আছে। ‘বেবি’, ‘আইয়ারি’ তারই প্রমাণ। এছাড়া তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘স্পেশাল ওপিএস’-ও নির্মিত হয়েছে র (RAW) এজেন্টদের কাহিনী নিয়ে।
নীরাজ পান্ডের ক্যারিয়ার জুড়েই রয়েছে ইন্টারেস্টিং গল্পের সব ছবি। স্পাই স্টোরি বা সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত কোন গল্প অথবা বায়োপিক যে ছবিই তিনি বানিয়েছেন তার গল্পের প্রশংসা করতেই হয়।
এর বাইরে ‘নাম শাবানা’, ‘টয়লেট: এক প্রেম কথা’ এর মত ছবির প্রযোজক হিসেবেও কাজ করেছেন তিনি।
পশ্চিমবঙ্গের হাওড়ায় জন্ম ও বেড়ে ওঠা নীরাজের। ক্যারিয়ার শুরু করেন প্রোডাকশন হাউজে। তারপর বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি বানিয়ে হাত দেন সিনেমায়।