ফাহাদ ফাসিল: একজন চরিত্রাভিনেতা

আজ অভিনেতা ফাহাদ ফাসিলের জন্মদিন। তাঁর আসল নাম আব্দুল হামিদ মোহাম্মেদ ফাহাদ ফাসিল। জন্ম ১৯৮২ সালের ৮ আগস্ট, ভারতের কেরালার আলাপ্পুজহাতে।

এখন পর্যন্ত অর্ধশতাধিক ছবিতে অভিনয় করেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ফিল্মফেয়ার, কেরালা স্টেট ফিল্ম অ্যাওয়ার্ডসসহ নানা পুরস্কার।

ফাহাদ ফাসিলের বাবা ফাসিল একজন চলচ্চিত্র নির্মাতা। তার পুরো নাম আলেস্কা মুহাম্মেদ ফাসিল। তিনি মূলত মালায়লাম ছবি পরিচালনা করেন। এছাড়াও তামিল এবং তেলেগু ভাষাতেও ছবি নির্মাণ করেছেন।

ফাহাদের চলচ্চিত্রে যাত্রা শুরু হয় মাত্র ১৯ বছর বয়সে বাবার ছবি কাইয়েথাম দুরাথ (২০০২)-এ অভিনয়ের মাধ্যমে।

প্রথম ছবির পর সাত বছরের বিরতি। তারপর অভিয় করেন কেরালা ক্যাফে (২০০৯) ছবিতে। তবে ২০১৪ সালের ছবি ‘ব্যাঙ্গালোর ডেজ’ তাঁকে বিপুল পরিচিতি এনে দেয়। এছাড়াও মাহেশিন্তে প্রাথিকারাম (২০১৬), ন্যায়ান প্রকাশন (২০১৮), ভারাথান (২০১৮) থেকে এই বছরের (২০২১) দুই ছবি ‘জোজি’ এবং ‘মালিক’ দিয়ে শুধুই মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

আমাদের বাস্তবতায় ফাহাদ ফাসিলকে প্রথমে চট করে নায়ক মনে হবে না। নায়কোচিত ব্যাপার তাঁর মধ্যে কম। মাথায় চুল কম, সেরকম ব্যয়াম করা শরীরও নয়, একদম সাধারণ একজন মানুষ, এলাকার পরিচিত বড় ভাই। আর এই ইমেজই তার কাজকে সহজ করেছে। কারণ তাঁর অভিনীত বেশিরভাগ চরিত্রই সাধারণ মানুষের। একদমই সাধারণ। যেই চরিত্রটাকে হয়তো আপনি, আমি বাজার করতে গিয়ে দেখেছি, বাসে আমাদের পাশের সিটে বসে যেই লোকটা প্রতিদিন অফিস যায় তেমনই একজন সাধারণ মানুষ ফাহাদ ফাসিল। তাঁর মত এত অসাধারণভাবে সাধারণ মানুষের চরিত্র ফুটিয়ে তোলার সামর্থ্য সমসাময়িক আর কোন অভিনেতার নেই।

এখানেই ফাহাদ ফাসিল নিজেকে আলাদা করেছেন। তিনি একজন নায়ক নন, চরিত্রাভিনেতা হয়ে উঠেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *