শুভ জন্মদিন মায়েস্ত্রো কুরোসাওয়া

বিখ্যাত জাপানি ফিল্মমেকার আকিরা কুরোসাওয়া। রশোমন (১৯৫০) এবং সেভেন সামুরাই (১৯৫৪) এর নির্মাতা কুরোসাওয়া জন্মগ্রহণ করেন ১৯১০ সালের ২৩শে মার্চ জাপানের টোকিওতে। ৫৭ বছরের ফিল্ম ক্যারিয়ারে নির্মাণ করেছেন ৩০টি ছবি। ১৯৩৬ সালে চলচ্চিত্রে পথচলার শুরু কুরোসাওয়ার। প্রথমে ছিলেন পেইন্টার। পরবর্তীতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ১৯৪৩ সালে মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘সানশিরো সুগাতা’।

কুরোসাওয়ার বাবা চাইতেন তার সন্তানেরা জাপানি সংস্কৃতির পাশাপাশি পশ্চিমা সংস্কৃতির সাথেও পরিচিত হোক। তাই ছোটবেলা থেকেই সন্তানদের সিনেমা দেখাতে নিয়ে যেতেন তিনি। তখন থেকেই সিনেমার প্রতি ঝোঁক তৈরি হয় কুরোসাওয়ার। তাঁর বড় ভাই হেইগো কুরাসাওয়া একটু উদাসীন প্রকৃতির ছিলেন। ভাইয়ের প্রভাব ছিলো কুরোসাওয়ার উপর। হেইগো একসময় আত্মহত্যা করেন।

১৯৫০ সালে মুক্তি পাওয়া ‘রশোমন’ ছবিটি কুরোসাওয়াকে নির্মাতা হিসেবে জাপানে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে পরিচিত করে তোলে। ১৯৫১ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণ সিংহ (গোল্ডেন লায়ন) জেতে ছবিটি। ১৯৯০ সালে তাঁকে আজীবন সম্মাননা দেয় অ্যাকাডেমি (অস্কার)।

১৯৯৮ সালের ৬ সেপ্টেম্বর ৮৮ বছর বয়সে জাপানের টোকিওতে মারা যান সিনেমার এই মায়েস্ত্রো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *