৯১-এ থামলেন গদার
ফ্রেঞ্চ নিউ ওয়েভ সিনেমার অন্যতম পথিকৃৎ নির্মাতা জ্যঁ লুক গদার মারা গেছেন।
আজ সুইজারল্যান্ডে নিজ বাড়িতে ৯১ বছর বয়সে মারা যান তিনি। পরিচালনায় আসার আগে ফিল্ম ক্রিটিক হিসেবে কাজ করতেন তিনি।
১৯৬০ সালে তাঁর পরিচালিত প্রথম ছবি ব্রেথলেস মুক্তি পায়। এই ছবিটি এর নির্মাণশৈলীর কারণে সাধারণ দর্শক এবং সমালোচকদের মন জয় করে নেয়। বিশ্বজুড়ে বহু সিনেমা নির্মাতার পছন্দের তালিকায় রয়েছে ব্রেথলেস ছবিটি।
সিনেমায় অবদানের জন্য ২০১১ সালে সম্মানসূচক অস্কার দেয়া হয়েছিল তাঁকে।
১৯৩০ সালে প্যারিসে জন্ম নেন গদার।
সূত্র: দ্য গার্ডিয়ান, বিবিসি।