নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন মারা গেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার, ভারতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
২০১৪ সালে ‘মেঘমল্লার’ ছবির জন্য সেরা পরিচালক ও সংলাপ রচয়িতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি।
‘মেঘমল্লার’ ছিল তাঁর নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
শর্টফিল্ম ফোরাম এর সভাপতি হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।