পাতাল লোক এর পরিচালক কে এই সুদীপ শর্মা?

অ্যামাজন প্রাইমে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ পাতাল লোক এর দ্বিতীয় সিজন। মুক্তির পরেই আলোচিত হয়েছে সিরিজটি। এর কাহিনী এবং নির্মাণের কারণে।

একইভাবে সিরিজের প্রথম সিজনও তুমুল আলোচিত হয়েছিল। পাতাল লোক সিরিজটি লেখা ও নির্মাণের কাজটি করেছেন সুদীপ শর্মা।

পরিচালনায় আসার আগে মূলত স্ক্রিনরাইটার হিসেবে কাজ করেছেন সুদীপ। এনএইচ টেন (২০১৫), উড়তা পাঞ্জাব (২০১৬), সঞ্চিরিয়া (২০১৯), কোহরা (২০২৩) এর স্ক্রিনরাইটার ছিলেন তিনি।

আসামের গুয়াহাটিতে জন্ম নেয়া সুদীপ ক্যারিয়ার শুরু করেন কর্পোরেট চাকরির মাধ্যমে। ২০০৬ সালে শর্ট ফিল্ম লেখার মাধ্যমে চলচ্চিত্রের জগতে প্রবেশ। ২০১৫ সালে এনএইচ টেন এর স্ক্রিপ্ট লেখার মাধ্যমে মূলধারার সিনেমায় প্রবেশ করেন তিনি। পরিচালক অভিষেক চৌবের বেশ কয়েকটির সিনেমার স্ক্রিপ্ট লেখেন তিনি।

তবে ২০২০ সালে পাতাল লোক সিরিজ মুক্তির পর পরিচালক হিসেবে তাঁর নাম ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *