অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে পংকজ ত্রিপাঠি
ভারতের দশম প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জীবনী নিয়ে নির্মিত হচ্ছে `ম্যায় অটল হু’ ছবিটি। এতে নামভূমিকায় অভিনয় করবেন পংকজ ত্রিপাঠি।
গতকাল (২৫ ডিসেম্বর) ছিল অটল বিহারী বাজপেয়ীর ৯৮তম জন্মবার্ষিকী। এ উপলক্ষ্যে প্রকাশ করা হয়েছে অটল চরিত্রে পংকজ ত্রিপাঠির লুক।
বিজেপি নেতা অটল তিন মেয়াদের ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।
ছবিটি পরিচালনা করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক রবি যাদব। চিত্রনাট্য লিখেছেন উৎকর্ষ নাইথানি।
আগামী বছরের ডিসেম্বর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: বলিউড হাঙ্গামা, দ্য হিন্দু, এনডিটিভি