অনুরাগের অভিমান
টাকা ছাড়া আর কোনো নিউকামারকে সময় দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্মাতা অনুরাগ কাশ্যপ।
নতুন নির্মাতাদের জন্য ভরসার জায়গা ছিলেন অনুরাগ। নতুনদের গল্প শোনা, ফান্ডিং করা বা ফান্ডিং জোগাড় করে দিতেন তিনি। বিশেষ করে শর্টফিল্ম নির্মাণের ক্ষেত্রেও যথেষ্ট সহযোগিতা করেছেন তিনি।
তবে শেষমেশ নিজেই বিরক্ত হয়ে উঠেছেন। তার অভিযোগ তরুন নির্মাতারা নিজেদের অনেক বেশি প্রতিভাবান মনে করেন এবং শর্টকাটে সাফল্য পাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে যে চেষ্টাটা তিনি দেখতে চান তার প্রতিফলন পান না।
তাই তাদেরকে সময় দেয়াটা তার নিজের সময়ের অপচয় বলে মনে করছেন এই নির্মাতা, প্রযোজক এবং অভিনেতা।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এসব কথা অকপটে জানিয়েছেন তিনি। সেই সাথে একটি রেট চার্ট ধরিয়ে দিয়েছেন। টাকা দিলে তার সাথে সাক্ষাতের সুযোগ মিলবে। সেটা ১০ থেকে ১৫ মিনিটের জন্য এক লাখ এবং এক ঘণ্টার জন্য পাঁচ লাখ রুপি পর্যন্ত।
টাকাটা অ্যাডভান্স দিয়ে তবেই পাওয়া যাবে অনুরাগের সাক্ষাৎ।