অস্কারজয়ী প্রথম এশীয় নারী পরিচালক ক্লোয়ি ঝাও
অস্কারের ৯৩ বছরের ইতিহাস মাত্র দুজন নারী সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন।
প্রথম জেতেন ক্যাথরিন বিগেলো, ২০১০ সালে দ্য হার্ট লকার ছবির জন্য। ১১ বছর পর ক্লোয়ি ঝাও জিতে নিলেন এই পুরস্কার নোম্যাডল্যান্ড ছবির জন্য।
এর মাধ্যমে প্রথম এশীয় নারী হিসেবে অস্কারে সেরা পরিচালকের পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ঝাও। চীনে জন্ম নেয়া ঝাও ১৪ বছর বয়সে বেইজিং থেকে পাড়ি জমান লন্ডনে বোর্ডিং স্কুলে পড়ার জন্য। এরপর লস অ্যাঞ্জেলসে হাই স্কুলের পড়ালেখা শেষ করে নিউ ইয়র্কে ফিল্ম স্কুলে ভর্তি হন তিনি।
বাফটাতেও দ্বিতীয় নারী হিসেবে সেরা পরিচালকের পুরস্কার জেতেন চীনা বংশোদ্ভূত মার্কিন নির্মাতা ক্লোয়ি ঝাও। তারই ধারাবাহিকতায় অস্কারও জিতে নিলেন ৩৯ বছর বয়সী এই পরিচালক।
নোম্যাডল্যান্ড ছবির জন্য এই পুরস্কার পান তিনি। এটি তাঁর তৃতীয় ছবি।
একই ছবির জন্য বাফটাতেও সেরা পরিচালকের পুরস্কার জিতেছিলেন তিনি। বাফটায় সেরা পরিচালকের পুরস্কার জেতা প্রথম নারী বিগেলো।
সূত্র: আল জাজিরা