অস্কারে আলোচনায় চড়, সেরা ছবি কোডা
উইল স্মিথের চড়টাই এ বছরের অস্কারের সবচেয়ে আলোচিত ঘটনা। এই চড়কে ছাপিয়ে যাওয়া সহজ নয়, অস্কারের ইতিহাসে সবসবময়ই কথা হবে এই চড় নিয়ে।
চড়ের ঝড়ে চাপা পড়ে গেছে উইল স্মিথের প্রথম অস্কার জেতার ঘটনা। কিং রিচার্ড ছবিতে অভিনয়ের জন্য প্রথমবারের মত সেরা অভিনেতার অস্কার জিতেছেন তিনি।
তবে চড়ের পরে আলোচিত বলতে গেলে কোডা ছবিটি। সেরা ছবির পুরস্কার জিতে নিয়েছে ছবিটি। শুধু তাই নয়, তিনটি ক্যাটাগরিতে নমিনেশন পেয়ে তিনটিতেই পুরস্কার জিতেছে ছবিটি। সেরা ছবি, সেরা পার্শ্ব অভিনেতা এবং সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য এর জন্য পুরস্কার জিতেছে কোডা।
মোট ২৩ টি ক্যাটাগরিতে অস্কার পুরস্কার দেয়া হয়েছে। সেখান থেকে উল্লেখযোগ্য ১১টি ক্যাটাগরির বিজয়ীদের তালিকা দেখে নিন।
সেরা ছবি: দ্য পাওয়ার অব দ্য ডগ।
সেরা পরিচালক: জেন ক্যাম্পিওন, দ্য পাওয়ার অব দ্য ডগ।
সেরা অভিনেতা: উইল স্মিথ, কিং রিচার্ড।
সেরা অভিনেত্রী: জেসিকা চেসটেইন, দ্য আইস অব টমি ফে।
সেরা পার্শ্ব অভিনেতা: ট্রয় কোস্তুর, কোডা।
সেরা পার্শ্ব অভিনেত্রী: আরিয়ানা ডিবোস, ওয়েস্ট সাইড স্টোরি।
সেরা সিনেমাটোগ্রাফি: গ্রেইগ ফ্রেজার, ডুন।
সেরা এডিটিং: জো ওয়াকার, ডুন।
সেরা বিদেশি ভাষার ছবি: ড্রাইভ মাই কার, জাপান।
সেরা মৌলিক চিত্রনাট্য: কেনেথ ব্রানাঘ, বেলফাস্ট।
সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: সিয়ান হেডের, কোডা।