অস্কারে ইতিহাস গড়লেন ইউহ-জাং ইউন
প্রথম কোরিয়ান হিসেবে সেরা পার্শ্ব অভিনেত্রীর অস্কার জিতে ইতিহাস গড়লেন অভিনেত্রী ইউহ-জাং ইউন।
এছাড়াও দ্বিতীয় এশীয় হিসেবে এই পুরস্কার পেলেন তিনি। তাঁর আগে ১৯৫৮ সালে ‘সাইয়োনারা’ ছবির জন্য আমেরিকান-জাপানি অভিনেত্রী মিয়োশি উমেকি জিতেছিলেন প্রথম এশীয় হিসেবে এই পুরস্কার জেতেন।
অস্কার জয়ের অনুভূতি জানাতে গিয়ে তিনি মিনারি ছবির পরিচালক ও সহশিল্পীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি প্রতিযোগিতায় বিশ্বাস করি না। আমি কীভাবে গ্লেন ক্লোজের বদলে জিততে পারি? আমি তাঁর অভিনয় দেখে আসছি কতদিন ধরে। তাই আমার মনে হয় যারা মনোনয়ন পেয়েছেন, আমরা পাঁচজন-ই জয়ী বিভিন্ন ছবির জন্য। আমরা আলাদা আলাদা চরিত্রে অভিনয় করেছি তাই কেউ কারো প্রতিদ্বন্দ্বী নই। আজ রাতে, আমি এখানে, আমি একটু বেশি ভাগ্যবতী, আমার মনে হয়, বাকিদের চেয়ে আমার ভাগ্য কিছুটা ভালো।’
৭৩ বছর বয়সী এই অভিনেত্রী মিনারি ছবিতে সুন-জা চরিত্রে অভিনয় করেছেন। কোরিয়া থেকে আমেরিকার আরকানসাসে মেয়ের বাড়িতে বেড়াতে যান তিনি। সেখানে ছোট্ট নাতির সাথে দারুণ সখ্য হয়ে যায় তার। নাতিকে নিয়ে বাড়ির আশেপাশে জঙ্গলে ঘুরে বেড়ান নানী। নাতিকে মিনারি গাছ চেনান তিনি, জানান মিনারির উপকার সম্পর্কে। এক কোরীয় অভিবাসী পরিবারের টিকে থাকার লড়াইয়ের গল্প বলা হয়েছে ছবিটিতে।
সূত্র: এল