অস্কারে সেরা ছবির মনোনয়ন পেল যে ১০ ছবি

অস্কার মনোনয়নের তালিকা প্রকাশ করা হয়েছে। এবার সবচেয়ে বেশি বিভাগে মনোনয়ন পেয়েছে এভরিথিং এভরিহ্যোয়ার অল অ্যাট ওয়ান্স। ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছে ছবিটি। এরপরেই রয়েছে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট এবং দ্য বানশিস অব ইনশেরিন। দুটি ছবিই ৯টি বিভাগে মনোনয়ন পেয়েছে।

এবার বসবে অস্কারের ৯৫তম আসর। আগামী ১২ মার্চ ঘোষণা করা হবে পুরস্কার। চলুন দেখা নেয়া যাক কোন ছবিগুলো এবার সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে।

১. অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

এরিক মারিয়া রেমার্কের কালজয়ী উপন্যাস অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাবলী নিয়ে লেখা উপন্যাসটি ১৯২৯ সালে প্রকাশিত হয়েছিল। জার্মান ভাষায় নির্মিত ছবিটি পরিচালনা করেছেন এডওয়ার্ড বার্জার।

২. অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

টাইটানিক খ্যাত নির্মাতা জেমস ক্যামেরনের তৈরি সায়েন্স ফিকশন ছবি অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার। ২০০৯ সালে মুক্তি পাওয়া অ্যাভাটার ছবির সিক্যুয়াল এটি।

৩. দ্য বানশিস অব ইনশেরিন

আয়ারল্যান্ডের দুর্গম পশ্চিম উপকূলের দুই বন্ধুর গল্প নিয়ে নির্মিত হয়েছে দ্য বানশিস অব ইনশেরিন। ট্র্যাজিক কমেডি ঘরানার ছবিটি পরিচালনা করেছেন মার্টিন ম্যাকডোনা। ছবিতে গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন কলিন ফারেল এবং ব্রেন্ডন গ্লিসন।

৪. এলভিস

কিং অব রক অ্যান্ড রোল খ্যাত মার্কিন গায়ক এলভিস প্রিসলির জীবনীভিত্তিক ছবি এলভিস। এতে এলভিসের ভূমিকায় অভিনয় করেছেন অস্টিন বাটলার এবং এলভিসের সাবেক ম্যানেজার কর্নেল টম পার্কারের ভূমিকায় অভিনয় করেছেন টম হ্যাংকস। কান ফিল্ম ফ্যাস্টিভালে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল। ছবিটি পরিচালনা করেছেন বাজ লুহারম্যান।

৫. এভরিথিং এভরিহ্যোয়ার অল অ্যাট ওয়ান্স

প্যারালাল ইউনিভার্সের গল্প নিয়ে নির্মিত হয়েছে ছবিটি। এতে মূল ভূমিকায় অভিনয় করেছেন মিশেল ইয়োহ। ছবিটি পরিচালনা করেছেন ‘ড্যানিয়েলস’ নামে পরিচিত ড্যানিয়েল কন এবং ড্যানিয়েল শনার।

৬. দ্য ফ্যাবলম্যান্স

নিজের ছোটবেলার স্মৃতিকে অবলম্বন করে ছবিটি নির্মাণ করেছেন স্টিভেন স্পিলবার্গ। এতে স্যামুয়েল বা স্যামি চরিত্রে অভিনয় করেছেন গ্যাব্রিয়েল লাবেলে।

৭. টার

সাইকোলজিক্যাল ড্রামা ঘরানার ছবিটিতে নামভূমিকায় অভিনয় করেছেন কেট ব্ল্যানশেট। ছবিটি পরিচালনা করেছেন টড ফিল্ড। ৭৯তম ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির প্রিমিয়ার হয়েছিল।

৮. টপ গান: ম্যাভরিক

১৯৮৬ সালে বেরিয়েছিল টপ গান ছবিটি। ৩৬ বছর পর মুক্তি পেয়েছে এর সিক্যুয়াল টপ গান: ম্যাভরিক। টম ক্রুজ অভিনীত ছবিটি গত বছর বক্স অফিস মাত করেছিল।

৯. ট্রায়াঙ্গেল অব স্যাডনেস

স্যাটায়ার ঘরানার ছবিটি নির্মাণ করেছেন রুবেন ওল্যান্ড। এটি তার নির্মিত প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। কান চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছিল।

১০. ওমেন টকিং

২০১৮ সালে প্রকাশিত উপন্যাস ওমেন টকিং অবলম্বনে নির্ত হয়েছে ছবিটি। এটি নির্াণ করেছেন সারাহ পলি। ছবিটির প্রিমিয়ার হয়েছিল ৪৯তম টেল্লুরাইড ফিল্ম ফেস্টিভ্যালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *