অস্কার নমিনেশনে এগিয়ে দ্য পাওয়ার অব দ্য ডগ
আজ (৮ ফেব্রুয়ারি) ঘোষণা করা হয়েছে ৯৪তম অস্কারের নমিনেশনের তালিকা। এ বছর ২৩টি ক্যাটাগরিতে নমিনেশন ঘোষণা করা হয়েছে।
সবচেয়ে বেশি নমিনেশন পেয়েছে দ্য পাওয়ার অব দ্য ডগ ছবিটি। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেতা, সেরা পার্শ্ব অভিনেত্রীসহ মোট ১২ টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে ছবিটি।
দ্বিতীয় সর্বোচ্চ ১০টি ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে ডুন ছবিটি। ওয়েস্ট সাইড স্টোরি এবং বেলফাস্ট নমিনেশন পেয়েছে সাতটি ক্যাটাগরিতে। কিং রিচার্ড ছয়টিতে।
সূত্র: দ্য হলিউড রিপোর্টার