অস্কার প্রেডিকশন: ১০-এ ৯!
ঘোষণা করা হয়েছে ৯৩ তম অস্কার বিজয়ীদের নাম। গতকাল ভালো ছবির পক্ষ থেকে ১০টি ক্যাটাগরিতে প্রেডিকশন দেয়া হয়েছিল। এর মধ্যে ৯টি ক্যাটাগরিই মিলে গেছে। শুধুমাত্র সেরা সম্পাদনার প্রেডিকশনটি মেলেনি। যদিও কয়েকটি ক্যাটাগরিতে একাধিক সম্ভাব্য বিজয়ীর নাম দেয়া হয়েছিল। তবে চলুন মিলিয়ে নেয়া যাক।
সেরা ছবি
এবার সবচেয়ে বেশি ক্যাটাগরিতে অস্কার জেতার সম্ভাবনা রয়েছে নোম্যাডল্যান্ড এর। তাই একই ছবিকে সেরা পরিচালক ও সেরা ছবি নাও দেয়া হতে পারে। নোম্যাডল্যান্ড এর জন্য সেরা পরিচালকের পুরস্কার ক্লোই ঝাও পাবেন এটা মোটামুটি নিশ্চিত। সেক্ষেত্রে নোম্যাডল্যান্ড সেরা ছবি নাও পেতে পারে। সেটা হলে মিনারি বা দ্য ফাদার হতে পারে সেরা ছবি। নোম্যাডল্যান্ড অথবা মিনারির পাওয়ার সম্ভাবনা বেশি কারণ দুটিতেও ‘আমেরিকান লাইফ’ দেখানো হয়েছে।
জিতেছে: নোম্যাডল্যান্ড
সেরা পরিচালক
ক্লোই ঝাও পাবেন নোম্যাডল্যান্ড এর জন্য। এটা নিশ্চিত করেই বলা যায়।
জিতেছেন: ক্লোই ঝাও, নোম্যাডল্যান্ড।
সেরা অভিনেতা
দ্য ফাদার এর জন্য অ্যান্থনি হপকিন্সের সম্ভাবনা বেশি। তিনি না হলে সাউন্ড অব মেটাল এর জন্য রিজ আহমেদ। এই দুজনের কেউ একজন পাবেন। দুজনই মোস্ট ডিজার্ভিং। সবচেয়ে ভালো হয় যৌথভাবে দুজনকে দিলে।
জিতেছেন: অ্যান্থনি হপকিন্স, দ্য ফাদার।
সেরা অভিনেত্রী
ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড এর অস্কার কেউ ঠেকাতে পারবে না। নোম্যাডল্যান্ড এর তিনিই জিতবেন।
তবে আরো দুইজনের নাম মেনশন করা উচিত। ক্যারি মুলিগান, প্রমিজিং ইয়াং ওম্যান এর জন্য। মা রেইনি’স ব্ল্যাক বটম এর জন্য ভায়োলা ডেভিস। তাদের কপাল খারাপ এবার নোম্যাডল্যান্ড আছে তাই তাদের অস্কার জেতা হবে না হয়তো।
জিতেছেন: ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড, নোম্যাডল্যান্ড।
সেরা পার্শ্ব অভিনেতা
ড্যানিয়েল কালুইয়া পেতে পারেন জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ এর জন্য।
জিতেছেন: ড্যানিয়েল কালুইয়া, জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসিয়াহ।
সেরা পার্শ্ব অভিনেত্রী
ইউহ-জাং ইউন মিনারি ছবির জন্য।
জিতেছেন: ইউহ-জাং ইউন, মিনারি।
সেরা চিত্রগ্রহণ
জশুয়া জেমস রিচার্ড নোম্যাডল্যান্ড এর জন্য। অথবা এরিক মেসারস্মিট ম্যাংক ছবির জন্য।
জিতেছেন: এরিক মেসারস্মিট, ম্যাংক।
সেরা সম্পাদনা
ভার্গোস ল্যাম্প্রিনোস দ্য ফাদার ছবির জন্য। এটা মোটামুটি নিশ্চিত।
জিতেছেন: মিক্কেল ই.জে. নিয়েলসন, সাউন্ড অব মেটাল।
সেরা চিত্রনাট্য (মৌলিক)
সাউন্ড অব মেটাল এর জন্য দারউইস মারদার, আব্রাহাম মারদার, ডেরেক সিয়ানফ্রেন্স। অথবা প্রমিজিং ইয়াং ওম্যান এর জন্য এমারেল্ড ফেনেল।
জিতেছেন: এমারেল্ড ফেনেল, প্রমিজিং ইয়াং ওম্যান।
সেরা চিত্রনাট্য (অবলম্বন)
দ্য ফাদার এর জন্য ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্লোরিয়ান জেলার। অথবা নোম্যাডল্যান্ড এর জন্য ক্লোই ঝাও। দ্য ফাদার এর সম্ভাবনা বেশি।
জিতেছেন: ক্রিস্টোফার হ্যাম্পটন এবং ফ্লোরিয়ান জেলার, দ্য ফাদার।