অস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পাওয়া ৫ অভিনেত্রী
অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কার। এ বছর বসবে অস্কার এর ৯২তম আসর। ১০ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় হলিউডের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে এই জমকালো আসর। এ বছর পাঁচজন অভিনেত্রী পেয়েছেন সেরা অভিনেতার মনোনয়ন।
যার মধ্যে তিনজনই পেয়েছেন আত্মজীবনীমূলক ছবিতে অভিনয়ের জন্য। এদের মধ্যে সিনথিয়া এরিভো অভিনয় করেছেন আমেরিকার দাসপ্রথা বিরোধী আন্দোলনের পথিকৃৎ হ্যারিয়েট তুবম্যানের ভূমিকায়। শার্লিজ থেরন অভিনয় করেছেন মার্কিন সংবাদপাঠিকা মেগান কেলির ভূমিকায় এবং রেনে জেলওয়েগার অভিনয় করেছেন আমেরিকান গায়িকা জুডি গারল্যান্ডের ভূমিকায়।
সিনথিয়া এরিভো

‘হ্যারিয়েট’ ছবিতে অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন সিনথিয়া এরিভো। এই ছবিতে তিনি অভিনয় করেছেন হ্যারিয়েট তুবম্যানের ভূমিকায়। আমেরিকায় দাসপ্রথা বিলুপ্তকরণে তাঁর ভূমিকা ছিলো অনবদ্য। তিনি নিজে একজন দাস ছিলেন। নিজে পালিয়ে গিয়েছিলেনঅ এরপর তিনি দাসত্ব থেকে উদ্ধার করেছিলেন ৭০ এরও বেশি দাস এবং তাদের পরিবারকে। আমেরিকার গৃহযুদ্ধের সময় অসম সাহসী এই নারী গুপ্তচর হিসেবে কাজ করেছিলেন।
স্কারলেট জোহানসন

আলোচিত ছবি ‘ম্যারেজ স্টোরি’ এর জন্য মনোনয়ন পেয়েছেন স্কারলেট জোহানসন। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট এবং ন্যাশনাল বোর্ড অব রিভিউ ছবিটিকে ২০১৯ সালের সেরা ১০ ছবির তালিকায় অন্তর্ভূক্ত করেছে। ৯২ তম অস্কারে ছবিটি ছয়টি শাখায় মনোনয়ন পেয়েছে।
সারশিয়া রোনান

‘লিটল ওমেন’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন আইরিশ অভিনেত্রী সারশিয়া রোনান। লুইসা মে অ্যালকট এর লেখা ১৮৬৮ সালের উপন্যাস ‘লিটল ওমেন’ অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। একই উপন্যাস অবলম্বনে নির্মিত সপ্তম ছবি এটি।
শার্লিজ থেরন

‘বোম্ব শেল’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন শার্লিজ থেরন। এই ছবিতে তিনি অভিনয় করেছেন ফক্স নিউজ এবং এনবিসি নিউজের সাবেক সংবাদ পাঠিকা এবং উপস্থাপিকা মেগান কেলির ভূমিকায়। এর আগে ২০০৪ সালে ‘মনস্টার’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতেছিলেন থেরন।
রেনে জেলওয়েগার

‘জুডি’ ছবির জন্য সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছেন রেনে জেলওয়েগার। আমেরিকান গায়িকা জুডি গারল্যান্ডের জীবনী অবলম্বনে নির্মিত ছবিটিতে তিনি নামভূমিকায় অভিনয় করেছেন।