অ্যান অ্যাকশন হিরো: ভালো অ্যাকশন এবং কমেডি কিন্তু চিত্রনাট্য নাজুক
ভালো ভালো ছবি দিয়ে আয়ুষ্মান খুরানা বলিউডে নিজের জায়গা করে নিলেও বছর দুয়েক ধরে তিনি ভালো ছবির অভাগে ভুগছেন। তার সাম্প্রতিক কয়েকটি ছবি ডক্টর জি, অনেক, চন্ডিগর কারে আশিকী কোনোটাই খুব একটা আলোড়ন তুলতে পারেনি। তবে এসব ছবির গল্পগুলোও ছিল ভিন্নধর্মী।
এবার তিনি ফিরেছেন নেটফ্লিক্সে অ্যাকশন থ্রিলার ছবি অ্যান অ্যাকশন হিরো নিয়ে। এই ছবিতে অ্যাকশন হিরোর চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে গল্প এবং চিত্রনাট্যের অবস্থা বেশ নাজুক। অ্যাকশন দৃশ্যগুলো ঠিকঠাক, লন্ডনেই বেশিরভাগ শুটিং হয়েছে।
ছবিটির কমিক দৃশ্যগুলো বেশ ভালো হয়েছে, ডায়লগগুলো বেশ মজার। সংলাপ এবং কমিক টাইমিংয়ের জন্য ছবিটি দেখা যায়। আয়ুষ্মান তার মত করে চেষ্টা করেছেন তবে খুব একটা সফল হতে পারেননি। বরং বুরা সোলাংকির চরিত্রে জয়দ্বীপ আহলাওয়াত বেশ ভালো অভিনয় করেছেন। তিনি অনেকটাই ছবিটিকে টেনে নিয়ে গেছেন। অ্যাকশন-কমিক দুটোতেই তিনি দারুণ করেছেন।