‘আরিয়া’ দিয়ে সুস্মিতার ওয়েব সিরিজ ডেব্যু
আজকাল প্রায় সব তারকাই ওয়েব সিরিজে অভিনয় করছেন। সাবেক বিশ্ব সুন্দরী সুস্মিতা সেন এবার আসছেন ‘আরিয়া’ নামক এক ওয়েব সিরিজে। তাঁর সাথে আসছেন ‘জোশ’খ্যাত অভিনেতা চন্দ্রচূড় সিং। সিরিজটির নামভূমিকায় অভিনয় করেছেন সুস্মিতা।
ডাচ ড্রামা সিরিজ ‘পেনোজা’ অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আরিয়া’। সিরিজটি পরিচালনা করেছেন রাম মাধবানি। এর আগে বহুল আলোচিত ‘নিরজা’ ছবিটি পরিচালনা করেছেন তিনি।
সর্বশেষ ২০১৫ সালে বাংলা ছবি ‘নির্বাক’-এ অভিনয় করেছিলেন সুস্মিতা। বলিউডে ১০ বছর আগে ‘নো প্রবলেম’ ছবিতে সবশেষ অভিনয় করেছিলন সুস্মিতা।
১৯ শে জুন ডিজনি প্লাস হটস্টার-এ সিরিজটি মুক্তি পাবে।
সূত্র: এনডিটিভি