আসছে এক্সট্র্যাকশন টু

আলোচিত এবং সমালোচিত ছবি ‘এক্সট্র্যাকশন’ এর সিক্যুয়াল নিয়ে আসছেন প্রযোজক জো রুশো। সিক্যুয়ালে থাকছেন ক্রিস হেমসওয়ার্থ। এ খবর গণমাধ্যমকে জানিয়েছেন রুশো নিজেই।

ডেডলাইন ডটকমকে রুশো বলেন, ‘আমি এক্সট্যাকশন টু এর স্ক্রিপ্ট লিখছি। এ বিষয়ে ডিল ফাইনাল হয়েছে। আমরা গল্প সাজাচ্ছি। গল্পটা সামনের সময়ের হবে না পিছনের সময়ের সেটি এখনো আমরা ঠিক করিনি। এক্সট্র্যাকশন দর্শকের মনে অনেক প্রশ্ন রেখে শেষ হয়েছে।’

এক্সট্র্যাকশন নেটফ্লিক্সের অন্যতম আলোচিত ছবি হতে যাচ্ছে। এরই মধ্যে মাত্র এক মাসে ৯০ মিলিয়ন ঘরে পৌঁছে গেছে। এখন পর্যন্ত এটাই নেটফ্লিক্স প্রযোজিত কোন ছবির সেরা অর্জন। এর পরে রয়েছে স্পেন্সার কনফিডেন্সিয়াল (৮৫ মিলিয়ন), সিক্স আন্ডারগ্রাউন্ড (৮৩ মিলিয়ন), বার্ড বক্স (৮০ মিলিয়ন), মার্ডার মিস্ট্রি (৭৩ মিলিয়ন)।

সারা বিশ্বে করোনা ভাইরাসের কারণে সিনেমা হলগুলো বন্ধ থাকায় নেটফ্লিক্সে অনেকেই এক্সট্র্যাকশন দেখেছেন। ছবিটি পরিচালনা করেছেন স্যাম হারগ্রেভ।

বাংলাদেশি দর্শকরা ছবিটির কঠোর সমালোচনা করে বলেছেন, ছবিতে ঢাকাকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। ক্রিস হেমাওয়ার্থ ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ভারতীয় অভিনেতা রনদীপ হুডা এবং পংকজ ত্রিপাঠি।

সূত্র: ডেডলাইন ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *