ইন্টার্নশিপ: লাইট, এন্টারটেইনিং, রিফ্রেশিং
বাইরে থেকে দেখলে মনে হয় বিজ্ঞাপনের জগৎ এক রঙিন জগৎ, যেখানে হেসেখেলে দিন পার হয়ে যায়। তবে যারা বিজ্ঞাপনে কাজ করেন তারা জানেন কতটা কঠিন এই পেশা।
ডেডলাইন, ফিডব্যাক, পিচ, আইডিয়েশন, প্ল্যানিং সব মিলিয়ে এক স্ট্রেস বক্স। যেখানে সবাই প্রতিদিন চায় আউট অব দ্য বক্স আইডিয়া!
শুভ্র একজন ইন্টার্ন হিসেবে পা রাখে এই বিজ্ঞাপনের জগতে। তার চোখেই দর্শকরা দেখতে পান এজেন্সি নামের এক বিজ্ঞাপনী সংস্থার অন্দরমহল।
গল্প, চিত্রনাট্য এবং কাস্টিং বেশ ভালো। আর্ট ডিরেকশনও ভালো হয়েছে।
তবে ভারতীয় ওয়েব সিরিজ কিউবিক্যালস এর কিছুটা ছোঁয়া আছে চরকির এই সিরিজটিতে। বিশেষ করে কিউবিক্যালস এর দ্বিতীয় এপিসোডের ওপেনিং ডায়লগের সাথে অনেকটাই মিলে যায় ইন্টার্নশিপের দ্বিতীয় এপিসোডের ওপেনিং ডায়লগ।
সৌম্য জ্যোতি, মোর্শেদ মিশুর অভিনয় ভালো লেগেছে। মীর রাব্বি, সাইফ ইমাম তাদের ভূমিকায় মানানসই ছিলেন। তবে অর্পন চাকমা বেশিরভাগ ক্ষেত্রে অতি অভিনয় করেছেন।
তিনি তার ন্যাচারাল অভিনয়টা করলেই পারতেন যেটা সাইফ ইমাম করেন।
রিফ্রেশিং এবং এন্টারটেইনিং হয়েছে সিরিজটি। এটি পরিচালনা করেছেন রেজাউর রহমান।