ইন্দুবালার ভালো-মন্দ

কল্লোল লাহিড়ীর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল।

সংক্ষেপে দেখে নেয়া যাক ইন্দুবালার ভালো মন্দ।

ভালো

১. মিউজিক: আবহ সঙ্গীত এবং গানগুলো ভালো হয়েছে।

২. গ্রামীণ দৃশ্যের চিত্রায়ন: ইন্দুবালার কৈশোর। খুলনার কলাপোতা গ্রাম, ইন্দুবালার পরিবার, ছোটবেলার বন্ধু, প্রেমিক মনিরুল এসব বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।

৩. শুভশ্রী গাঙ্গুলি: ইন্দুবালার চরিত্রে প্রত্যাশার তুলনায় ভালো অভিনয় করেছেন শুভশ্রী গাঙ্গুলি।  

মন্দ

১. ইন্দুবালার রেসিপি: মূল উপন্যাসে প্রতিটি রেসিপির সাথে একটি করে গল্প ছিল। সেই গল্পগুলো পর্দায় ঠিকমত আসেনি। এর জন্য আরও বড় পরিসরে আয়োজন দরকার ছিল।

২. মহান মুক্তিযুদ্ধ এবং নকশাল আন্দোলনের ব্যাপ্তি: স্বল্প সময়ে দেশভাগ, মহান মুক্তিযুদ্ধ এবং নকশাল আন্দোলনের প্রেক্ষাপট, পরিস্থিতি বিস্তৃতভাবে তুলে ধরা সম্ভব হয়নি।

৩. উপন্যাসের তুলনায় পিছিয়ে থাকবে: মূল উপন্যাসের ব্যাপ্তি, আবেগ থেকে অনেকটাই পিছিয়ে আছে সিরিজটি। উপন্যাসটিকে পুরোপুরিভাবে তুলে আনতে যে আয়োজন প্রয়োজন ছিল, তেমন আয়োজনের অভাবেই এই ঘাটতি রয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *