ঈদ নাটক ২০২২: ব্যাচেলর’স রমাদান

ঈদ উপলক্ষ্যে প্রচুর নাটক, টেলিফিল্ম দেখানো হয় টিভিতে। কিছু কিছু নাটক, টেলিফিল্ম আবার সরাসরি ইউটিউব চ্যানেলেই মুক্তি দেয়া হয়। আর ওটিটিতে তো আছেই। সব মিলিয়ে সংখ্যাটা বেশ ভালো। সেখানে থেকে বাছাই করে নাটক দেখাটা কঠিন। তাই আলোচিত কিছু নাটক নিয়েই ভালো ছবিতে ঈদ নাটকের রিভিউ দেয়া হবে। সেটা বেশ লম্বা সময় ধরেই চলবে।

ব্যাচেলর লাইফের গল্প নিয়ে নির্মিত ব্যাচেলর পয়েন্ট একটি অত্যন্ত জনপ্রিয় টিভি সিরিয়াল। এর জনপ্রিয়তার প্রমাণ পাওয়া যায় ইউটিউবে একের পর এক রেকর্ড ব্রেকিং ভিউ দেখে।

ব্যাচেলর পয়েন্ট সিরিয়ালের ঈদের নাটক ব্যাচেলর রমাদান। এটা ব্যাচেলর পয়েন্টের এপিসোড হিসেবেই চালানো যেত। ঈদ ডিমান্ডের কারণে মনে হয় আলাদা নাটক হিসেবে প্রচার করেছে। কারণ ঘটনাপ্রবাহ, চরিত্র সব ব্যাচেলর পয়েন্ট সিজন ফোরের।

ব্যাচেলর ফ্ল্যাটের জীবনযাপন রমজানে এসে কেমন বদলে যায়, তাই দেখানো হয়েছে। যথারীতি কাবিলা, শুভ, পাশা, হাবু, শিমুল রয়েছে। যারা এই সিরিয়ালের প্রাণ। মোটামুটি সব চরিত্রেরই উপস্থিতি রয়েছে নাটকজুড়ে।

হালকা বিনোদনের কনটেন্ট হিসেবে রিকমন্ডেড। ওয়েল মেড, ফান আছে। চটুল, ইঙ্গিতপূর্ণ, সেন্সরড ডায়লগ আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *