ঈদ নাটক ২০২২: শুরুটাই সুন্দর
বড় ছেলে হিট হওয়ার পর থেকেই মিজানুর রহমান আরিয়ান একই ধরণের বেশ কিছু নাটক বানিয়ে যাচ্ছেন। সফট মিউজিক, মধ্যবিত্ত পরিবার, টানাপোড়েন, কিছু কোটেশন টাইপ ডায়লগ তার নাটকের অন্যতম বৈশিষ্ট্য।
শুরুটাই সুন্দর তেমনই এক ফর্মুলা নাটক। মূল থিম, বিয়েতে বেশি খরচ করবেন না। ভালোবাসাই আসল। ভালোবাসা থাকলে টাকা লাগে না।
তৌসিফকে মধ্যবিত্ত বড় ছেলের চরিত্রে বেশ বেমানান। চিকন গোঁফে তার চেহারার জেল্লা কমেনি। আরবান হিরোর বাইরে অন্য চরিত্রে তৌসিফকে ঠিক মানায় না। জোর করে তাকে মধ্যবিত্ত বড় ছেলে বানানোর কি দরকার! অনেকটা রব নে বানাদি জোড়ির গোঁফওয়ালা শাহরুখ খানের মত লেগেছে তৌসিফকে।
প্রত্যাশা না থাকলেও বেশ হতাশই করেছেন আরিয়ান।