ঊনপঞ্চাশ বাতাস বয়ে আনুক সুবাতাস
বাংলা সিনেমায় এখন সুদিনের আগমনীকাল চলছে। ‘আয়নাবাজি’, ‘দেবী’, ‘ঢাকা অ্যাটাক’ এর মত কয়েকটি ছবি দর্শকদের হলমুখী করেছে। দর্শক এখন ভালো বাংলা ছবির জন্য মুখিয়ে থাকেন। কিন্তু প্রয়োজনের তুলনায় ভালো ছবি হচ্ছে কম। বছরে বড়জোর দুইটা বা তিনটা।
অনেক নতুন নির্মাতা পর্যাপ্ত লগ্নীর অভাবে ইনডিপেনডেন্ট ফিল্ম বানাচ্ছেন। অর্থ্যাৎ কম বাজেটে নির্মাতার মনের মত ছবি, যেখানে কখনো কখনো নির্মাতাই প্রযোজক। ‘মাটির প্রজার দেশে’, ‘লাইভ ফ্রম ঢাকা’ বা হালের ‘কাঠবিড়ালী’ তেমনই বাংলা ছবি।
এবার টিভি নাটকের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল নিয়ে আসছেন তার প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। টিভিতে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ছায়াফেরী’, ‘যে জীবন ফড়িংয়ের’, ‘রোদ মেখো সূর্যমুখী’ ‘অর্থহীন মানিপ্ল্যান্ট’, ‘কাগজ কার্বনের সম্মোহন’, ‘কালো বরফ জমাট অন্ধকার’, ‘ধুলোর মানুষ মানুষের ঘ্রাণ’, ‘দাস কেবিন’। টিভি নাটকের সাফল্যের পর উজ্জ্বল ব্যস্ত হন বিজ্ঞাপনে।
উজ্জ্বল লেখাপড়া করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগে। ব্যান্ডদল মেঘদল এর সাথেও জড়িত ছিলেন উজ্জ্বল। আর তাই নিজের সিনেমার প্রায় সব কাজই তিনি করেছেন নিজ হাতে। চিত্রনাট্য, সংলাপ, সঙ্গীত, শিল্প নির্দেশনার কাজ তার করা।
ছবির গুরুত্বপূর্ণ দুই চরিত্রে অভিনয় করেছেন শার্লিন ফারজানা এবং ইমতিয়াজ বর্ষণ। টিভি অভিনেত্রী শার্লিন এর এটাই প্রথম চলচ্চিত্র। ছবিটির
ফেব্রুয়ারি-মার্চে যে কোন সময় সিনেমা হলে মুক্তি পেতে পারে ঊনপঞ্চাশ বাতাস। ছবিটি নির্মিত হয়েছে উজ্জ্বলের প্রতিষ্ঠান রেড অক্টোবর এর ব্যানারে। প্রযোজনা করেছেন আসিফ হানিফ। নির্বাহী প্রযোজক হিসেবে আছেন সৈয়দা শাওন।