এমি-তে শোগান-এর বাজিমাত
এবার এমি অ্যাওয়ার্ডস-এ বাজিমাত করেছে জাপানি ভাষায় নির্মিত সিরিজ শোগান।
সর্বোচ্চ ২৫টি মনোনয়ন পেয়ে আলোচনায় ছিল সিরিজটি।
আসরে সেরা ড্রামা সিরিজসহ ১৮টি পুরস্কার জিতে নিয়েছে শোগান।
জেমস ক্লেভেল এর উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে সিরিজটি।
১৫ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে বসেছিল ৭৬তম এমি অ্যাওয়ার্ডস এর আসর।
এবার চারটি করে পুরস্কার জিতেছে বেবি রেইন্ডার এবং দ্য বিয়ার।
সেরা কমেডি সিরিজ এর পুরস্কার জিতেছে হ্যাকস।
সূত্র: বিবিসি