ওপেনহেইমার এর অস্কার
এবারে অস্কার আসর বাজিমাত করেছে ওপেনহেইমার। সাতটি পুরস্কার জিতেছে ছবিটি। এর মধ্যে উল্লেখযোগ্য হল সেরা পরিচালক, সেরা অভিনেতা, সেরা সহ অভিনেতা এবং সেরা ছবি।
এই ছবির জন্য প্রথমবারের মত সেরা পরিচালকের অস্কার জিতেছেন ক্রিস্টোফার নোলান। প্রথমবার সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন কিলিয়ান মারফি।
অ্যাটোমিক বোমার জনক হিসেবে পরিচিত জে রবার্ট ওপেনহেইমার এর জীবনী অবলম্বনে নির্মিত হয়েছে ছবিটি। যেখানে ওপেনহেইমার এর চরিত্রে অভিনয় করেছেন কিলিয়ান মারফি।
পুওর থিংস ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এমা স্টোন। এছাড়াও আরও তিনটি পুরস্কার জিতেছে ছবিটি।
দ্য জোন অব ইন্টারেস্ট জিতেছে দুটি পুরস্কার।
সূত্র: বিবিসি