করোনায় পেছালো ছবি মুক্তি
ভারতজুড়ে করোনা পরিস্থিতির ক্রমশ অবনতি ঘটছে। দিন দিন বাড়ছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। এমন অবস্থায় আগে থেকে মুক্তির ঘোষণা দিলেও হঠাৎই পিছিয়ে দেয়া হয়েছে জন আব্রাহামের নতুন ছবি ‘সত্যমেভ জয়তে টু’ এর মুক্তির তারিখ। ছবিটির পরিচালক মিলাপ জাভেরি নিশ্চিত করেছেন এ খবর।
নতুন করে কোন তারিখ জানানো হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে ছবিটি মুক্তি দেয়া হবে। বেশ কয়েকবার পরিবর্তন করার পর ১২ মে ছবিটির মুক্তির তারিখ ঠিক হয়েছিল। ঈদের আগে সেই সময়েই মুক্তি পাবে সালমান খান অভিনীত ‘রাধে’ ছবিটি। সাধারণত সালমানের সাথে কেউ ছবি মুক্তি দিতে চায় না। তবে করোনার এই পরিস্থিতিতে ‘রাধে’ এর মুক্তি নিয়েও তৈরি হয়েছে সংশয়।
‘সত্যমেভ জয়তে টু’ ছবিটির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম এবং দিভিয়া খোসলা কুমার। ২০১৮ সালে মুক্তি পেয়েছিল সিরিজের প্রথম ছবি ‘সত্যমেভ জয়তে’। এতে অভিনয় করেছিলেন জন আব্রাহাম, মনোজ বাজপেয়ী এবং আয়শা শর্মা।
জনকে সর্বশেষ দেখা গেছে সঞ্জয় গুপ্তা পরিচালিত ‘মুম্বাই সাগা’ ছবিতে। এতে জনের সাথে আরো ছিলেন ইমরান হাশমি, রোহিত রায় এবং কাজল আগারওয়াল। গত মার্চে মুক্তি পাওয়া ৫০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি আয় করছে মাত্র ২২ কোটি রুপি।
জনের হাতে রয়েছে বেশকিছু ছবি। এর মধ্যে রয়েছে ‘অ্যাটাক’, ‘সর্দার কা গ্র্যান্ডসন’ এবং ‘এক ভিলেন রিটার্নস’।
সূত্র: এনডিটিভি