কান উৎসবে যাবে বাংলাদেশের রেহানা মরিয়ম নূর
প্রথমবারের মত বাংলাদেশের কোন চলচ্চিত্র অফিসিয়াল সিলেকশন পেয়েছে কান চলচ্চিত্র উৎসবে। আব্দুল্লাহ মোহাম্মদ সাদ পরিচালিত রেহানা মরিয়ম নূর ছবির মাধ্যমে বিশ্ব চলচ্চিত্রের মঞ্চে নতুন আলোয় উদ্ভাসিত হতে যাচ্ছে বাংলা চলচ্চিত্র। ছবিটিতে নামভূমিকায় অভিনয় করেছেন অভিনেত্রী বাধন।
এর আগে ২০০২ সালে তারেক মাসুদ পরিচালিত ‘মাটির ময়না’ ছবিটি ডিরেক্টর্স ফোর্টনাইট বিভাগে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছিল।
আব্দুল্লাহ মোহাম্মদ সাদ মিডিয়ায় যাত্রা শুরু করেন চিত্রনাট্যকার হিসেবে। ‘আগস্টে লেখা গল্প সমগ্র’, ‘লিটল এঞ্জেল আই অ্যাম ডায়িং’ সহ বেশ কিছু নান্দনিক নাটকের চিত্রনাট্য তার লেখা। এরপর নির্মাণ করেন ‘একটি অপ্রকাশিত কবিতা’ নামের খন্ড নাটক। যেটি নির্মাতা হিসেবে টিভির জন্য তার প্রথম নির্মাণ। এরপর ব্যস্ত হয়ে পড়েন বিজ্ঞাপন নির্মাণে।
সাদের প্রথম ছবি লাইভ ফ্রম ঢাকা মুক্তি পায় ২০১৯ সালে। দেশে মুক্তির আগে সিঙ্গাপুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় ছবিটি। সেই উৎসবে সেরা নির্মাতা ও সেরা অভিনেতার পুরস্কার জেতে ছবিটি।