কান-এ যাচ্ছে অনুরাগের কেনেডি
ফ্রান্সের কান চলচ্চিত্র উৎসবে নিয়মিত আমন্ত্রন পান ভারতীয় চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ। এবার তার নতুন ছবি কেনেডি দেখানো হবে ৭৬তম কান চলচ্চিত্র উৎসবের মিডনাইট স্ক্রিনিং বিভাগে।
কেনেডিতে অভিনয় করেছেন সানি লিওনি এবং রাহুল ভাট।
এর আগে ২০১২ সালে অনুরাগের গ্যাংস অব ওয়াসিপুর দেখানো হয়েছিল ডিরেক্টর্স ফোর্টনাইট বিভাগে। এছাড়াও কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত অনুরাগের অন্যান্য ছবির মধ্যে রয়েছে বোম্বে টকিজ, আগলি, রামান রাঘব টু পয়েন্ট জিরো।
সূত্র: দ্য হিন্দু