কোটা ফ্যাক্টরি: প্রতিযোগিতা, বন্ধুত্ব আর টিকে থাকার গল্প
জীবনে প্রতিযোগিতা থাকবেই। কিন্তু কিছু কিছু বয়সে প্রতিযোগিতা কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দেয়। জীবনের অনেক আনন্দ বিসর্জন দিয়েই তাকে অর্জন করতে হয়। তেমনই এক পরীক্ষা ভারতের আইআইটিগুলোতে ভর্তি হওয়ার পরীক্ষা। মাত্র ৫ হাজার সিটের জন্য পরীক্ষা দেয় লাখ লাখ শিক্ষার্থী।
আন্তর্জাতিক মানের শিক্ষা, উন্নত জীবনের হাতছানি এসব কারণেই আইআইটি ভারতবর্ষের শিক্ষার্থীদের জন্য এক স্বপ্নের নাম। এই স্বপ্নকে স্বার্থক করার জন্য আছে কোচিং সেন্টার। কোটা নামের রাজস্থানের এক শহরই আছে শুধু কোচিং সেন্টারের জন্য বিখ্যাত। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী এই শহরে এসে আইআইটি পরীক্ষার প্রস্তুতি নেয়। কোচিং সেন্টার, শিক্ষার্থী, শিক্ষক এদের সবাইকে নিয়ে দ্যা ভাইরাল ফিভার (টিভিএফ) এর নতুন ওয়েব সিরিজ কোটা ফ্যাক্টরি।
৫ পর্বের প্রথম সিজন দেখা যাবে ইউটিউবেই। বৈভব, উদয় আর মীনা এই তিন বন্ধুর গল্পের সূত্রেই দর্শকদের পরিচয় হবে বাকিদের সাথে। বিশেষ করে কোচিং সেন্টারের শিক্ষক জিতু ভাইয়ার চরিত্রটিকে চমৎকারভাবে উপস্থাপন করা হয়েছে। বাবা-মা, পরিবার থেকে দূরে থাকা কিশোর ছেলেমেয়েদের লোকাল গার্জিয়ান হয়ে ওঠে জিতু ভাইয়া। শুধু লেখাপড়াই নয়, পারিবারিক, ব্যক্তিগত সব সমস্যাতেই পাশে থাকে সে বড় ভাইয়ের মত।
ভারতের প্রথম সাদাকালো এই ওয়েব সিরিজটির মূল ভাবনা সৌরভ খান্নার। পরিচালনা করেছেন রাঘব সুব্বু।