গুণিন: গিয়াসউদ্দিন সেলিমই নায়ক!
হাসান আজিজুল হকের ছোটগল্প অবলম্বনে নির্মিত হয়েছে গুণিন। অন্যান্য ছবি থেকে এই ছবির পার্থক্য এটা গিয়াসউদ্দিন সেলিমের নির্মাণ। তার নির্মাণের সহজাত যে সৌন্দর্য, সেটা এই ছবিতে রয়েছে।
বিশেষ করে কামরুল হাসান খসরুর সিনেমাটোগ্রাফির কথা বলতে হয়। এই ছবির অন্যতম ভালো জিনিস হচ্ছে ক্যামেরার কাজ। লোকেশনটা সুন্দর।
আজাদ আবুল কালামের মেকআপ ভালো হয়েছে। কারো অভিনয় নিয়ে সেরকম আলাদা করে বলার কিছু নেই।
পরীমণির ক্যারেক্টারটা খুবই ফ্ল্যাট লাগছে। শরীফুল রাজ মোটামুটি। কস্টিউম এবং মেকআপের কাজ ভালো হয়েছে।