গেহরাইয়া: দীর্ঘ এবং শ্লথ
পরিচালক শাকুন বাত্রার আগের ছবি ‘কাপুর অ্যান্ড সন্স’ ছিল খুবই আবেগময় পারিবারিক এক ছবি। বেশ ভালো ছিল ছবিটা। আর সে কারণেই আগ্রহ ছিল তার নতুন ছবি গেহরাইয়া নিয়ে। কিন্তু প্রত্যাশা পূরণ হয়নি।
গল্পটা ভালো । সমস্যা যেটা মনে হয়েছে ছবিটা অহেতুক বড় করা হয়েছে। দেড় ঘণ্টা থেকে দুই ঘণ্টার মধ্যে ছবিটি শেষ করা যেত। অনেক কিছু একসাথে দেখাতে গিয়ে আড়াই ঘণ্টা লেগে গেছে। অনন্যা পান্ডে বেশ ভালো অভিনয় করেছেন। দীপিকা বরাবরের মতই ভালো করেছেন। এই ছবির সাফল্য অনেকটাই নির্ভর করছিল দীপিকার উপর।
নাসিরউদ্দিন শাহ এর ক্যারেক্টারটা গুরুত্বপূর্ণ ছিল কিন্তু সিদ্ধান্ত আর দীপিকাকে বেশি জায়গা দিতে গিয়ে তার চরিত্রের গুরুত্ব কমে গেছে মনে হয়েছে। নাসিরউদ্দিন শাহ বেশি কিছু করার সুযোগ পাননি। যেমন পাননি আরেক গুনী অভিনেতা রজত কাপুর। সিদ্ধান্ত ভালো অভিনয় করেছেন। তার ক্যারিয়ারে উল্লেখযোগ্য ছবি হয়ে থাকবে এটি।
হাইপওয়ালা মুভি হিসেবে দেখা যায়। না দেখলেও এমন কোন ক্ষতি হবে না।