‘ঘুমকেতু’-তে অখ্যাত লেখকের চরিত্রে নওয়াজউদ্দিন
বৈচিত্র্যময় চরিত্রে অভিনয়ের জন্য বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দীকির সুনাম আছে। পাকিস্তানি লেখক সাদাত হোসেন মান্টোর চরিত্রে অভিনয় করেছেন ‘মান্টো’ ছবিতে। তবে এবার তিনি আসছেন অখ্যাত এক লেখকের ভূমিকায়। যে কিনা বলিউডের জন্য ছবি লিখে বিখ্যাত হওয়ার স্বপ্ন দেখে।
করোনাকালীন এই সময়ে আগামী ২২ মে ছবিটি মুক্তি পাবে ডিজিটাল প্ল্যাটফর্ম জিফাইভ-এ। ছবিতে আরো অভিনয় করেছেন অনুরাগ কাশ্যপ, ইলা অরুন, রাঘুবির যাদব, স্বনন্দ কিরকিরে এবং রাগিনী খান্না।
এছাড়াও অতিথি চরিত্রে অমিতাভ বচ্চন, রনবীর সিং-সহ অনেক বলিউড অভিনেতাদের দেখা যাবে। ছবিতে অনুরাগ কাশ্যপ অভিনয় করেছেন পুলিশের ভূমিকায়।
ফ্যান্টম ফিল্মস এবং সনি পিকচার্স নেটওয়ার্ক প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন পুষ্পেন্দ নাথ মিশরা।
ছবিটি সম্পর্কে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দীকি বলেন, ‘ঘুমকেতু এক বিচিত্র চরিত্র, এরকম চরিত্রে আগে কখনো অভিনয় করিনি। আমি খুবই আনন্দ পেয়েছি চরিত্রটিতে অভিনয় করে। অনুরাগ সাধারণত ক্যামেরার পিছনেই থাকেন কিন্তু এই ছবিতে তিনি একজন অভিনেতা হিসেবে কাজ করেছেন। অভিনেতা অনুরাগের সাথে কাজের অভিজ্ঞতাও দারুণ। ঘুমকেতুর কাহিনী দর্শকদের আনন্দ দেবে। লকডাউনের এই সময়ে ছবিটি মুক্তি পাওয়ায় দর্শকরা ঘরে বসে মজার এই ছবিটি উপভোগ করতে পারবেন জিফাইভ-এ।’
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।