জমলো না ব্লাডি ড্যাডি
ট্রেইলারে সুস্পষ্ট আভাস ছিল মার মার কাট কাট অ্যাকশনের।
ট্রেইলার দেখে মনে হয়েছিল একটা বড় পরিসরে কোনো অ্যাকশন গল্প বলবেন আলী আব্বাস জাফর। অ্যাকশন সিনেমা তৈরিতে তার সুনাম আছে।
টাইগার জিন্দা হ্যায়, গুন্ডে এর মতো ছবি বানিয়েছেন তিনি।
সেই সাথে শহিদ কাপুরের অ্যাংরি লুক দেখে মনে হয়েছিল ভালো কিছু হবে।
কিন্তু হলো না।
প্রথমত গল্পটা জমেনি। মনে হয়েছে একটা প্রজেক্ট করতে হবে, তাই তাড়াহুড়ো করে একটা গল্প দাঁড় করানো হয়েছে। কোনো ক্যারেক্টারই সেভাবে ডেভলপ করা হয়নি।
গল্পটাকে পুরোপুরি ইনডোরে শ্যুট করা হয়েছে। অ্যারেঞ্জমেন্ট দেখে মনে হয়েছে বাজেটের স্বল্পতা ছিল।
কারণ আলী আব্বাস জাফরের অ্যারেঞ্জমেন্ট এর থেকে আরো অনেক ভালো হয়।
বাজেট যে কম ছিল সেটা কাস্টিং দেখেও বোঝা যায়।
এই মুভির বদৌলতে অনেকদিন পর ডায়ানা পেন্টিকে পর্দায় দেখা গেল, যদিও তার চরিত্রটি তেমন গুরুত্বপূর্ণ ছিল না। একজন নায়িকা রাখতে হবে দেখে তাকে রাখা।
গল্পটাতে পুরুষ চরিত্রগুলোর আধিপত্যই বেশি।
সব মিলিয়ে একটা টাইম পাস মুভি বলা যায়। না দেখলেও এমন কোনো ক্ষতি হবে না।