জমলো না মাধুরীর প্রথম ওয়েব সিরিজ
মাধুরী দীক্ষিতের প্রথম ওয়েব সিরিজ ফেম গেম। তাই দর্শকদের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক। তবে সে প্রত্যাশার ধারে কাছ দিয়েও যায়নি সিরিজটি। কাহিনীতে তেমন জোর নেই। থ্রিলার সিরিজে চিত্রনাট্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। গল্পটা পোক্ত না হলে ভালো কিছু আশা করা যায় না।
মাধুরী গড়পরতা অভিনয় করেছেন। বাকিদের অভিনয়ও গড়পরতা। কোন চরিত্র সেভাবে উল্লেখযোগ্য হয়ে উঠতে পারেনি। কাস্টিংয়ের ক্ষেত্রে নতুন এবং অনেকদিন কাজ না করা চেনামুখদের আনা হয়েছে। দেখে মনে হয়েছে খুব বেশি বাজেট সিরিজটির ছিল না।
মূলত মাধুরীকে নিয়েই বাজি ধরা হয়েছে। তার ওয়েব ডেব্যু হিসেবে দর্শকদের আলাদা আগ্রহ থাকবে। মাধুরীকে নিয়েই পুরো সিরিজ, যেখানে তিনি অভিনয় করেছেন অনামিকা আনন্দ চরিত্রে। চরিত্রটি একজন জনপ্রিয় অভিনেত্রীর। হঠাৎ করেই সে উধাও হয়ে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে তার এবং তার পরিবারের অনেক অজানা এবং গোপন তথ্য উঠে আসে।
প্রথম ওয়েব সিরিজ হিসেবে মাধুরী আরেকটু দেখে বুঝে কাজ করতে পারতেন। এটা মনে রাখার মত কোন সিরিজ হয়নি।