জলসা: হয়েও হলো না
দুজন গুণী অভিনেত্রী বিদ্যা বালান এবং শেফালি শাহ অভিনয় করেছেন এই ছবিতে। দুজনেই যথারীতি বেশ ভালো অভিনয় করেছেন কিন্তু তারপরও ছবিটা মনে রাখার মত হলো না এর গল্প এবং চিত্রনাট্যের দুর্বলতার কারণে। গল্পটা বেশ প্রেডিক্টেবল। অযথাই গল্পটা টেনে দুই ঘন্টার করা হয়েছে। গল্পটা আরেকটু ছেটে ফেললে মনে হয় আরো ভালো হতো।
শেফালি শাহর অভিনয় দারুণ হয়েছে। এই ধরণের চরিত্রে তাকে আগে দেখা যায়নি। দিল ধাড়াক নে দো ছবিতে তিনি উচ্চবিত্ত এক গৃহিণীর চরিত্রে দারুণ অভিনয় করেছিলেন। আবার সেই তিনিই জলসাতে গৃহকর্মীর চরিত্রে দারুণ মানিয়ে গেছেন। বিদ্যা বালানের চরিত্রের চেয়ে শেফালি শাহর চরিত্র এই ছবিতে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। এই চরিত্রের জন্য শেফালি শাহ খুবই ভালো চয়েস ছিল। কাস্টিং ডিরেক্টর এজন্য ধন্যবাদ পাবেন।