জার্সির সম্বল শহিদ কাপুরের মাপা অভিনয়
স্পোর্টস স্টোরি নিয়ে তৈরি জার্সি ছবিটি ২০১৯ সালের একই নামের তেলেগু ছবির রিমেক। ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নাননুরি। এটি তার প্রথম হিন্দি ছবি। এর আগের তেলেগু ছবিটিও তার তৈরি।
ছবির গল্প অ্যাভারেজ। এক ক্রিকেটারের ঘুরে দাঁড়ানোর গল্প বলা হয়েছে এতে। স্টোরিলাইন দেখে মনে হতে পারে কোন সত্য ঘটনা অবলম্বনে ছবিটি তৈরি। কিন্তু না, ছবিটির গল্প কাল্পনিক।
মূল গল্প শহিদ কাপুরকে নিয়েই। তাই তার উপর ছবির সাফল্য ব্যর্থতার অনেকখানিই নির্ভর করে ছিল। শহিদ যথেষ্ট বেশ ভালো করেছেন। ম্যাচিউরড এবং কম্পোজড ছিলেন। চরিত্রটাকে পুরোটা সময় ধারণ করতে পেরেছেন। বিশেষ করে অর্জুন তালওয়ার চরিত্রের যে ক্রাইসিস সেটা শহিদ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।
ম্রুনাল ঠাকুরকে বেশ সুন্দর লেগেছে। তার চরিত্রে খুব বেশি অভিনয়ের সুযোগ ছিল না। পংকজ কাপুরও অ্যাভারেজ।
আলোচিত হলেও ছবিটি বক্স অফিসে ব্যবসা করতে পারেনি। ৪০ কোটি রুপি বাজেটে নির্মিত ছবিটি আয় করেছে ২৯ কোটির মত।
ব্যবসা না করলেও অভিনেতা হিসেবে শহিদ এই ছবিতে সফল।