টম হ্যাংকসকে ‘লাল সিং চাড্ডা’ দেখাতে চান আমির
মার্কিন অভিনেতা টম হ্যাংকসের জন্য ‘লাল সিং চাড্ডা’ ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করতে যাচ্ছেন আমির খান। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোন ঘোষণা আসেনি।
ছবির সাথে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, অফিসিয়ালি মুক্তির আগে আমির তাঁর নতুন ছবি লাল সিং চাড্ডা দেখাতে চান টম হ্যাংকসকে। ছবিটি সম্পর্কে তাঁর মতামত জানতে চান। সেজন্য আমির যুক্তরাষ্ট্রে হ্যাংকসের জন্য বিশেষ প্রদর্শনী করতে পারেন অথবা তাঁর সাথে দেখা করে ছবিটি দেখাতে পারেন।
টম হ্যাংকস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ ছবিটির হিন্দি রিমেক লাল সিং চাড্ডা। ১৯৯৪ সালে মুক্তি পেয়েছিল ছবিটি। ফরেস্ট গাম্প-এ নামভূমিকায় অভিনয় করেছিলেন টম হ্যাংকস।
আদভেইত চন্দন পরিচালিত লাল সিং চাড্ডায় আমির খানের সাথে আরো দেখা যাবে কারিনা কাপুর এবং নাগা চৈতন্যকে। এ বছর বৈশাখে ছবিটি মুক্তি পাবে। একইদিন মুক্তি পাবে কেজিএফ চ্যাপ্টার টু। আলোচিত দুই ছবি নিয়ে তাই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ রয়েছে।
সূত্র: এনডিটিভি